নিলুফার আহমেদ করিম একজন জেন্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট ও ফেইথ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক। তিনি বিভিন্ন সময়ে UN Women এর ন্যাশনাল কনসালটেন্ট, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউএনডিপি প্রভৃতি সংস্থায় জেন্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। আমেরিকান সলিডারিটি সেন্টার বাংলাদেশ-এর কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি ২০১৪ সাল থেকে ফেইথ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে চলেছে। অলাভজনক প্রতিষ্ঠান ‘উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউইও)’ এর সভাপতি হিসেবেও কাজ করেছেন নিলুফার আহমেদ করিম। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে নারীদের তৈরি হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে উপস্থাপনের জন্য কাজ করে ডব্লিউইও। Enjoy our regular Ranga Shakal program which is an interview or morning show of Maasranga Television. It is a bangla talk show and interview with successful and well renowned guests like poets, actors, media personalities etc. Here we discuss lifestyle, road to success and the struggling life of guests. Hope you will our all motivational interview show of successful people in Bangladesh. Program: Ranga Shakal Presented By: Maasranga